সোমবার, ১৮ জুন, ২০১২

বিডি মোবাইল নিউজ।(Bd Mobile News)


*পোস্ট নম্বর>>>(৪)
*বাংলাদেশের ও পৃিথবীর সকল প্রকার খবর নিয়ে আমি>>> বিডি মোবাইল নিউজ।।
*বিভাগঃখেলাধুলা ও স্টেডিয়াম।
*জাদুমাখা রোনালদোয় উজ্জ্বল পর্তুগাল।বিস্তারিতঃ---বিডি মোবাইল নিউজ।(Bd Mobile News)
আশার তরণীতে সওয়ার ছিল নেদারল্যান্ডসহোক না প্রথম দুই ম্যাচে হেরেছে তারা, তবুও বছর দুয়েক আগে প্রায় অভিন্ন এই দলটিই তো উঠেছিল বিশ্বকাপের ফাইনালেইউরোতে তাদের পায়ে পায়ে টোটাল ফুটবলের ফুল ফোটেনি তখনো, কিন্তু ফুটতে কতক্ষণ! স্নাইডার-ফন পার্সি-রবেন-হুন্তেলারদের মতো ক্ষণজন্মা প্রতিভাবানদের এক প্রজন্ম যে নেদারল্যান্ডসেরকিন্তু এক ক্রিশ্চিয়ানো রোনালদোর অত্যাশ্চর্য পারফরম্যান্সের সামনে পরশু খরকুটোর মতো উড়ে গেল তারাডাচ-শিল্পীদের রীতিমতো দুমড়ে-মুচড়ে ২-১ গোলে জিতে নক আউট পর্বে পর্তুগালআর নেদারল্যান্ডস? তিন ম্যাচে হেরে শূন্য হাতে ইউরো থেকে বিদায়!
অথচ পরশুর শুরুতে এমন শেষের ইঙ্গিত ছিল নাঅন্তত ২ গোলে জেতার প্রয়োজনীয়তায় ডাচদের একাদশে এলো আক্রমণাত্মক পরিবর্তনএর সুফলে ছোট ছোট পাসের ছন্দময়তায়ই শুরু হয়েছিল তাদেরগোলের জন্যও অপেক্ষা করতে হয়নি খুব একটাডি-বক্সের বাইরে থেকে নেওয়া রাফায়েল ফন দের ফার্টের শট যখন খুঁজে নিল পর্তুগিজ জালের আশ্রয়, ম্যাচঘড়ির কাঁটা তখন মোটে ১১তম মিনিটেএরপর কোথায় অপ্রতিরোধ্য হয়ে উঠবে ডাচরা, তা নাউল্টো কুঁকড়ে গেল আশ্চর্যরকমভাবেগোল খাবার মিনিট কয়েক পরই রোনালদোর শট কাঁপিয়ে দেয় ডাচ পোস্টসেখান থেকে গোল না হলেও পর্তুগাল পেয়ে যায় আত্মবিশ্বাসের বারুদ
এরপর? পুরো ম্যাচই পর্তুগালের ছন্দময় ফুটবলের প্রদর্শর্র্নীজোয়াও পেরেইরার থ্রু বল থেকে ইউরোয় নিজের প্রথম গোল করেন রোনালদো৭৪ মিনিটে নানির কাউন্টার অ্যাটাক থেকে নানির পাসে লক্ষ্যভেদ করে সমালোচকদের মুখ দেন বন্ধ করেএর আগে-পরে আরো কত সুযোগ যে পেয়েছিল 'সেলেকসাও'রা! রোনালদোর দুটো শট প্রতিহত হয় বারে লেগেআরো দুবার মার্টিন স্টেইকলেনবুর্জের ক্ষীপ্রতায় হতাশ হতে হয়েছে পর্তুগিজ যুবরাজআরো দুবার তাঁর গোলমুখ খুলে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরাজাতীয় দলের জার্সি গায়ে অন্যতম সেরা এই ম্যাচে রোনালদো কাঁদিয়ে ছেড়েছেন ডাচদেরচেয়ে চেয়ে দেখা ছাড়া খুব বেশি কিছু করতে পারেনি তারাফন দের ফার্টের আরেকটি শট বারে লেগেছে এবং আরেকবার গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে পাঠিয়েছেন ফন পার্সিব্যস, এইটুকুনই!
প্রথম দুই ম্যাচের পর সমালোচনায় জর্জরিত পর্তুগাল এমনভাবে জবাব দিতে পারায় কোচ পাওলো বেন্তো স্বভাবতই উল্লসিতচেক প্রজাতন্ত্রের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের সেরা ম্যাচই তারা খেলেছে বলে কোচের দাবি, 'আমাদের খেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছেনির্দিষ্ট কিছু ধারণা নিয়ে আমরা মাঠে নামিআমি খুব গর্বিত যে নেদারল্যান্ডসের বিপক্ষে দল মাঠে গিয়ে সেটির প্রতিফলন দেখাতে পেরেছেপ্রথম ১২ মিনিট বাদ দিলে এটি টুর্নামেন্টে আমাদের সেরা ম্যাচ' দলের একাত্মতাতেই এমন ফল সম্ভব হয়েছে বলে বিশ্বাস ফুলব্যাক জোয়াও পেরেইরার, 'আমাদের নিয়ে সংশয় অনেকেরকিন্তু কঠিন এক গ্রুপ থেকে উতরে গিয়ে আমরা তাদের ভুল প্রমাণিত করতে পেরেছিসংবাদমাধ্যমে যা-ই বলা হোক না, দল হিসেবে আমরা সব সময়ই একাত্ম আছিপিছিয়ে যাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়াটা যার প্রমাণ'
অন্যদিকে প্রতিভাবানদের ছড়াছড়ি থাকার পরও কেবল এক সুতোয় দলটি না গাঁথায় নেদারল্যান্ডসের এমন হতশ্রী দশা বলে বিশ্লেষকদের রায়দায়টা নিজের কাঁধেই নিচ্ছেন কোচ ফন মারউইক, '২০১০ বিশ্বকাপ ফাইনালে যে দলটি খেলেছে, এটি প্রায় একই দলকিন্তু নানা কারণে দলের সেসব ফুটবলার জ্বলে উঠতে পারেনি, যারা সচরাচর পার্থক্য গড়ে দেয়তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া তো অবশ্যই হতাশারকোচ হিসেবে এসবের দায়-দায়িত্ব আমি নিচ্ছিএই ব্যর্থতার জন্য নিজেদেরই আমরা কেবল দায়ী করতে পারি' তাঁর হতাশার বড় জায়গা জুড়ে আছে প্রথম ম্যাচ, 'ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর থেকে দল অনিশ্চয়তায় পড়ে গেছেএর ছাপ ছিল শেষ ম্যাচেওআসলে ডেনিশদের বিপক্ষে জিততে পারলে আমাদের পুরো টুর্নামেন্টের গল্পটি হয়তো অন্য রকম হতে পারত'
হয়নি তাতাই তো ইতিহাসের এক দুর্ভাগ্যের পাকচক্রে পড়ে গেল নেদারল্যান্ডসবিশ্বকাপের রানার্সআপরা ঠিক পরবর্তী ইউরোর গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার উদাহরণ তো ভূরি ভূরি১৯৮০ সালে নেদারল্যান্ডস, ১৯৮৪-তে পশ্চিম জার্মানি, ১৯৯৬ সালে ইতালি, ২০০৪ সালে জার্মানি এবং ২০০৮-এ ফ্রান্সকে মাথা পাততে হয়েছিল দুর্ভাগ্যের সেই গিলোটিনেএবারের নেদারল্যান্ডস দল সেই তালিকায় যোগ হলো কেবল
আর পর্তুগালের হয়তো ফুটতে শুরু করল সৌভাগ্যের ফুলইউসেবিও যা পারেননি, পারেননি লুই ফিগো-রুই কস্তারা- ক্রিশ্চিয়ানো রোনালদোর এই দল হয়তো মিটিয়ে দেবে পূর্বসূরিদের দেনাঅপেক্ষা কেবল সময়ের! 


*আফগানিস্তানে যৌথ অভিযানে ৪০ জঙ্গি নিহত।


*পোস্ট নম্বর>>>(৩)
*বাংলাদেশের ও পৃিথবীর সকল প্রকার খবর নিয়ে আমি>>> বিডি মোবাইল নিউজ।।বিডি মোবাইল নিউজ।(Bd Mobile News)
*বিভাগঃআন্তর্জাতিক।
*আফগানিস্তানে যৌথ অভিযানে ৪০ জঙ্গি নিহত।বিস্তারিতঃ---
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পরিচালিত যৌথ সাঁড়াশি অভিযানে ৪০ তালেবান জঙ্গি নিহত হয়েছেআফগান ন্যাশনাল পুলিশ (এএনপি), সেনাবাহিনী ও ন্যাটো-পরিচালিত জোট বাহিনীর এক যৌথ অভিযান পরিচালিত হয় আফগানিস্তানের নানগরহর, লাগমান, বালখ, কান্দাহার, হেলমান্দ, খোস্ত ও গজনি প্রদেশে

*নাইজেরিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ৩৪।


*পোস্ট নম্বর>>>(৩)
*বাংলাদেশের ও পৃিথবীর সকল প্রকার খবর নিয়ে আমি>>> বিডি মোবাইল নিউজ।।বিডি মোবাইল নিউজ(Bd Mobile News)
বিভাগঃআন্তর্জাতিক।
*নাইজেরিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ৩৪।বিস্তারিতঃ---
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে চারটি গির্জায় পরিচালিত সহিংস হামলায় শিশুসহ কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছেনএদিকে পৃথক এ সহিংসতার ঘটনায় আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষআহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছেঅনেকের অবস্থা আশঙ্কাজনকফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে


*প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অভিযোগ। *মেহেরপুরে বিএনপির কার্যালয়ে আগুন দিল ছাত্রলীগ।


*পোস্ট নম্বর>>>(২)
*বাংলাদেশের ও পৃিথবীর সকল প্রকার খবর নিয়ে আমি>>> বিডি মোবাইল নিউজ।।

বিভাগঃজেলা ও উপজেলা।

*প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অভিযোগ।

*মেহেরপুরে বিএনপির কার্যালয়ে আগুন দিল ছাত্রলীগ।বিস্তারিতঃ---

মেহেরপুর শহর বিএনপির কার্যালয় ভাঙচুর করে গতকাল রোববার রাতে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরাপরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানআগুনে কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে গেছেতবে ওই সময় কার্যালয়ে কেউ ছিলেন না
এ ব্যাপারে মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল সকালে বিএনপি শহরে একটি মিছিল বের করেএকপর্যায়ে বিএনপির কর্মীরা সমুদ্রজয় উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন দেয়ালে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেনতিনি দাবি করেন, ওই ঘটনা শুনে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হনএ ব্যাপারে সন্ধ্যায় শহরের নিউমার্কেটের ভেতরে সভা হয়পরে সেখান থেকে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা মিছিল বের করে নিউমার্কেট এলাকায় অবস্থিত শহর বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেন
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের দাবি, বিএনপির কর্মীরা প্রধানমন্ত্রীর পোস্টার ছিঁড়েননিতিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মিথ্যা ইস্যু সৃষ্টি করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়েছে
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমার জানামতে, শহরে পোস্টার ছেঁড়ার মতো কোনো ঘটনা ঘটেনি

টিয়া নিয়ে মামলা



*পোস্ট নম্বর>>>(১)
*বাংলাদেশের ও পৃিথবীর সকল প্রকার খবর নিয়ে আমি>>> বিডি মোবাইল নিউজ।।

বিভাগঃ গ্রাম এবং গণ্জ।

*টিয়া নিয়ে মামলা।বিস্তারিতঃ---

টিয়া পাখির মালিকানার দাবিতে মামলা গড়িয়েছে গ্রাম আদালত অবধিদুই পক্ষের ভাষ্য, প্রয়োজনে তারা উচ্চ আদালত পর্যন্ত যেতে রাজি আছেতবু পাখিটি তাদের চাই-ই 
ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ (ইউপি) গ্রাম আদালতেরএদিকে মামলার রায় দেওয়া নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন গ্রাম আদালতের বিচারক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম
অভিযোগকারী আমঝুপি কারিগরপাড়ার জাহান আলী (৪৯) বলেন, তিনি ২০০০ সালে বাচ্চা অবস্থায় টিয়াটি সংগ্রহ করে পোষেনপাখিটির নাম দেন মিঠুতাঁদের সন্তান না থাকায় পাখিটি সন্তানতুল্য হয়ে ওঠে২০১০ সালের আগস্টে ঝড়ের দিনে পাখিটি নিখোঁজ হয়দুই মাস আগে তিনি জানতে পারেন, পাখিটি আমঝুপি মসজিদপাড়ার আহম্মদ আলীর বাড়িতে আছেতিনি পাখিটিকে নিজের পোষা বলে দাবি করে সেটি ফেরত চানএমনকি বিনিময়ে সাত হাজার টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেনকিন্তু আহম্মদ আলী পাখিটি না দেওয়ায় তিনি গ্রাম আদালতে মামলা করেন 
অন্যদিকে আহম্মদ আলীর দাবি, ‘পাখিটি আমাদেরগ্রাম আদালতে মামলা হয়েছে, হোকপ্রয়োজনে পাল্টা মামলা করবহাইকোর্ট-সুপ্রিম কোর্টে যাবতবু টিয়া দেব নাতাঁর স্ত্রী ফাতেমা খাতুনের (৪০) দাবি, তিনি চার বছর ধরে পাখিটি পুষছেনপাখিটিকে তিনিই কথা বলা শিখিয়েছেন 
আদালতের বিচারক আমঝুপি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বর্তমানে টিয়াটি মামলার বিবাদী আহম্মদ আলীর কাছে আছেতিনি বলেন, মামলার তিনটি ধার্য দিন গেছেদুই পক্ষই পাখির মালিকানার দাবিতে অনড়এবার তিনি পাখিসহ দুই পক্ষকে আদালতে হাজির হতে নোটিশ দেবেনআদালতে ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁদের মতামত নিয়ে পাখিটির মালিকানার রায় দেওয়া হবে
এ ব্যাপারে গাংনী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক এনামুল আযীম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বনের প্রাণী খাঁচাবন্দী করে পোষার কোনো আইন নেইতাই পাখিটি ছেড়ে দেওয়া উচিত